পেকুয়ায় ছেলে ও পুত্র বধুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন পিতা। জোর করে ব্যবসা প্রতিষ্টানে হানা দিয়ে ওই প্রতিষ্টানের নগদ টাকা ও মালামাল লুট করে ছেলের নেতৃত্বে একদল অস্ত্রধারী। জায়গার বিরোধ নিয়ে অবাধ্য ছেলে বয়োবৃদ্ধ পিতার দীর্ঘ ৫০বছরের ব্যবসা প্রতিষ্টান জবর-দখলে নিতে নিজের স্ত্রীকে রাতে দোকানে ঢুকিয়ে দেয়। ওই ঘটনার জের ধরে আপন সহোদরের মধ্যে বনিবনা চলছিল। বড় ভাই আপন ছোট ভাইকে চুরিকাঘাত করে দোকান থেকে সর্বস্ব লুটে নেয়। এদিকে ওই ঘটনায় পিতা তার বড় ছেলে ও পুত্র বধুকে বিবাদি করে গতকাল রবিবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং-। বিজ্ঞ হাকিম বিষয়টি অধিকতর তদন্তের জন্য কক্সবাজার পুলিশ সুপারকে এর দায়িত্বভার ন্যস্ত করেন। মামলাসুত্রে জানা গেছে পেকুয়া সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী এলাকার নুরুল ইসলাম প্রকাশ পুতুন সওদাগরের পেকুয়া বাজারস্থ ইলেক্ট্রিক ও হার্ডওয়ার দোকানে গত ৩মার্চ সকালে তার বড় ছেলে আনোয়ার হোসেন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আকষ্মিক হানা দেয়। এ সময় ছোট ছেলে ব্যবসায়ী আমির হোসেনকে চুরিকাঘাত করে ওই প্রতিষ্টান থেকে নগদ দু’লক্ষ বিশ হাজার পাঁচশত টাকা ও লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে গত ৮ ফেব্রুয়ারী আনোয়ার একই কায়দায় ওই প্রতিষ্টান দখলে নিতে রাতে তার স্ত্রী মর্জিনা সোলতানা রেনুকে দোকানে ঢুকিয়ে দেয়। এ সময় পেকুয়া থানার পুলিশ ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় পুতুন সওদাগরের ব্যবসা প্রতিষ্টান থেকে প্রায় ৬ঘন্টা পর ওই মহিলাকে বিতাড়িত করে। মামলাসুত্রে আরো জানা গেছে দোকান দখলকে কেন্দ্র করে অবাধ্য ছেলে আনোয়ার তার পিতা পুতুন সওদাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে পিতার হাত ভেঙ্গে যায়। ওই ঘটনায় পিতা বাদি হয়ে একই আদালতে পৃথক দু’টি মামলা হয়। মামলায় আনোয়ার জেলও খাটেন। একইভাবে ছোট ভাই আমির হোসেনকেও প্রতিষ্টানে দু’বার হামলা চালিয়ে আহত করা হয়। এ ব্যাপারে মামলার বাদি নুরুল ইসলাম প্রকাশ পুতুন সওদাগর জানান দশ লাখ টাকা চাঁদা দাবি করছে আনোয়ার। এ প্রতিষ্টানের আয়ের উৎস থেকে আমার সংসার চলে। কয়েকবার দোকান দখলের চেষ্টা করে। সর্বশেষ ওই দিন আনোয়ার ভাড়াটে লোকজন নিয়ে জোর করে দোকানে ঢুকে আমার অপর ছেলেকে চুরি মেরে টাকা ও মালামাল নিয়ে যায়। পুলিশের কাছে গিয়েছি। তারা কোন ধরনের সহযোগিতা করেনি। ওসি জিয়া অভিযোগ না নিয়ে আমাকে উল্টো ধমকি দেয়। আমি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে গিয়েছি। তিনি পুলিশকে এ বিষয়ে সহযোগিতার নির্দেশনা দেন। অসহযোগিতা করায় আদালতে গিয়েছি। হয়রানি আমর সহ্য হচ্ছেনা। পুলিশ আমাকে সহযোগিতা না করে আনোয়ারের কাছে ম্যানেজ হয়েছে।
প্রকাশ:
২০১৬-০৩-০৭ ১৩:৪৭:১৯
আপডেট:২০১৬-০৩-০৭ ১৩:৪৭:১৯
- পেকুয়ায় নিখোঁজ স্কুল শিক্ষকের সন্ধান মেলেনি
- চকরিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে হবে -জামায়াত
- পেকুয়ায় ট্রাক চাপায় মুদি দোকানী নিহত
- খুটাখালীতে সকড় সংস্কারের পূর্বেই ইটগুলো গায়েব নীরব
- তথ্য প্রকাশের মাধ্যমে গুজব প্রতিরোধ সম্ভব” –ইউএনও চকরিয়া
- চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা: মূল হোতা নাছির উদ্দিন ও সহযোগী ডাকাত এনাম গ্রেফতার
- এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান এর ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে চকরিয়া কোরক বিদ্যাপীঠ শিক্ষকদের মতবিনিময়
- নিপীড়িত গরীব দুঃখী মেহনতি মানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে -আবদুল্লাহ আল ফারুক
- ছাত্র-জনতার আন্দোলনে নিহত ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাতে সালাউদ্দিন আহমদ
- চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার খুনের ঘটনায় দুইটি মামলা
- ডুলহাজারায় সেনা কর্মকর্তা তানজিম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ
- লেফটেন্যান্ট তানজিম হত্যার ৬ সন্ত্রাসীকে আটক করেন সেনাবাহিনী
- চকরিয়ায় ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে খুন হলেন তরুণ সেনা কর্মকর্তা তানজিন
- চকরিয়ার যুবলীগ নেতা কছিরের রয়েছে সম্পদের পাহাড়
- ফাইতং ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ ও মানববন্ধন
- সেনা কর্মকর্তা তানজিম হত্যা ও ডাকাতি,খুন,গুমের প্রতিবাদে খুটাখালী বহলতলীবাসী
- চকরিয়ায় ৪৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি
- চকরিয়ায় আ,লীগের প্রভাবে দখল হওয়া বাজার ফিরে পেতে চায় ব্যবসায়ীরা
- চকরিয়ায় ডাকাতের গুলিতে লেফটেন্যান্ট তানজিম খুন, মায়ের আহাজারী, শোকের মাতম, জানাযা সম্পন্ন
- ডুলাহাজারার সংরক্ষিত বনে ডাকাতের আস্তানা, সন্ধ্যার পর শুরু হয় লুটতরাজ
- ছাত্র-জনতার আন্দোলনে নিহত ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাতে সালাউদ্দিন আহমদ
পাঠকের মতামত: