ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় কেপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট কাছারীমোড়া প্রিমিয়ার লীগের (কেপিএল) দশম আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ডিসেম্বর) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া এলাকায় বর্নাঢ্য আয়োজনে এই নিলাম অনুষ্ঠিত হয়। ছয়টি দলের মধ্যে রয়েছে এম.দিদারুল করিমের পল্লী বন্ধু ক্রিকেট কিংস , কামরান জাদিদ মুকুটের ম্যাগফাই বয়েজ, আবু জর গিফারী খোকার ইলেভেন ব্লাস্টার্স, আব্দু রহিম উজানটিয়ার সুপার সিক্সার্স, সৈয়দ আলমের দ্যা বুলস, মিজানের ড্রাগন ক্রিকেটস টুর্ণামেন্টে একে অপরের মোকাবেলা করবে।

নিলামে ৬টি দল অংশ নিয়েছে। এই ছয়টি দলের হয়ে ১৩৮ জন খেলোয়াড় অংশ নিবেন। অনুষ্ঠানে কেপিএলএর প্রধান উপদেষ্টা সাংবাদিক এস এম হানিফ, উপদেষ্টা প্রিয়তোস কান্তি নাথ, শেখ ফরিদুল আলম, মাষ্টার এহেছানুল হক, কেপিএলের প্রেসিডেন্ট শাহেদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম জিসাদ, প্রেসেডিয়াম সদস্য মোঃ তৈয়ব, সেলিম, রিফাত, শাওন, জুনায়েদ, লিটন, টিপু সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: