ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

পেকুয়ায় কাঠের সাঁকো লুট!

এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ৩০ জানুয়ারী ॥

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবন পাড়া গ্রামে দিন দুপুরে স্থানীয় প্রভাবশালীরা লুট করেছে কাঠের একটি সাঁকো। এ নিয়ে ওই এলাকার ৫ পরিবারের অর্ধ শতাধিক সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটেছে।

ভূক্তভোগীরা জানান , ওই গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে নুরুল ইসলাম এর পরিবারসহ ৫টি পরিবার দীর্ঘদিন ধরে তাদের বাড়ীর সামনে খাস জমির নালার উপর একটি কাঠের সাঁকো স্থাপন করে যাতায়াত করে আসছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের চলাচলের পথরুদ্ধ করে দেয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছিল একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোবিনুল হক, তার ভাই ছাদেক, বদিউল আলম ও তার ছেলে আমজাদ, জুনাইদের নেতৃত্বে এক দল প্রভাবশালী লোক।

এরই ধারাবাহিকতায়,শনিবার দুপুর ১২টার দিকে ওই প্রভাবশালীরা কাঠের সাঁকোটি ভেঙ্গে লুট করে নিয়ে যায় এবং ওই অসহায় পরিবারের সদস্যদের বসতভিটা থেকে উচ্ছেদের জন্য নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় প্রতিকার চেয়ে ভূক্তভোগী নুরুল ইসলাম প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।

পাঠকের মতামত: