ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

পেকুয়ায় ইয়াবাসহ ছোট ‘সালু’ পুলিশের হাতে আটক

yaba atokপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় ইয়াবাসহ অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে ইয়াবা সম্্রাট সালাহ উদ্দিন প্রকাশ ছোট সালু (২৩)। তিনি উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।  রবিবার (১০জুলই) সকাল ৭টার দিকে পেকুয়া থানার এএসআই নাছির উদ্দিন নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এএসআই নাছির উদ্দিন জানায় সালাহ উদ্দিন একজন ইয়াবা ব্যবসায়ী। পুলিশ তাকে হন্য হয়ে খোঁজছিল।  গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়বাবাসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আাইনে মামলা করা হয়েছে।  রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ইয়াবা সম্্রাট সালাহ উদ্দিন প্রকাল ছোট সালু পুলিশের হাতে আটক হওয়ায় এলাকায় স্বস্থিভাব ফিরে এসেছে। সালুকে আটক করায় তারা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত: