ঢাকা,শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

পেকুয়ায় অগ্নিকান্ডে মুদির দোকান ভস্মিভুত

mail.google.comপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় অগ্নিকান্ডে একটি মুদির দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ১৫মিনিটের দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ভাঁ-খালী নামক স্থানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সুত্রপাত নিয়ে রহস্য দেখা দিয়েছে। দোকানের মালিক জানিয়েছেন, আগুনের সুত্রপাতের ১৫মিনিটের মাথায় পুরো দোকানটি দ্রুত ভস্মিভুত হয়ে যায়। মালিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলেছে। স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন রাতে দোকানের মালিক চাকলাদার পাড়া এলাকার মৃত.জাফর আহমদের ছেলে গিয়াস উদ্দিন দোকান বন্ধ করে রাত ৯টার দিকে জানাজার নামাজে অংশ নেয়। এসময় অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এসময় দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রনের জন্য শত শত মানুষ প্রাণপন চেষ্টা করে। আগুনের তীব্রতা প্রচন্ড থাকায় মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। পেকুয়া থানার পুলিশ গতকাল ১৭ ফেব্রুয়ারি অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেছেন। ভাঁ-খালী এলাকার আহমদ হোছাইন, নুরুল হোছাইন, আহমদ শফি, আলা উদ্দিন ও ফোরকানসহ প্রত্যক্ষদর্শী অনেকেই জানিয়েছেন, অগ্নিকান্ডের সময় আমরা ষ্টেশনে ছিলাম। হঠাৎ চর্তুদিক থেকে আগুন ধরে যায়। আমাদের ধারনা, দাহ্য পদার্থ নিক্ষেপ করে চর্তুপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: