ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

পূর্ব বড়ভেওলা আওয়ামীলীগ প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা, আটক পিতাকে মুছলেকা দিয়ে ছাড়, লাঠি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

চকরিয়া উপজেলার উপকুলীয় ইউনিয়ন পূর্ব বড় ভেওলায় আওয়ামীলীগের প্রার্থী খলিল উল্লাহকে ভোট কেন্দ্রের গোপন কক্ষে অবস্থান করার দায়ে নগদ ২ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া তার পিতা হাজী সালাহ আহমদ সওদাগরকে দিতে হয়েছে মুছলেকা। উদ্ধার করেছে গাড়িতে ব্যবহৃত ৪টি লাঠি।

জানা গেছে, আজ ৭ মে ভ্রাম্যমান আদালত দুপুর ১ টার দিকে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গেলে দেখতে পায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খলিল উল্লাহ ও সাহারবিল ইউনিয়নের নবনির্বাচত চেয়ারম্যান ওই কেন্দ্রের একটি মহিলা কক্ষের গোপন বুথের পার্শ্ব দাড়িয়ে আছে। এসময় ভ্রাম্যমান আদালত থাকে তৎক্ষনিক ভাবে ২ হাজার টাকা নগদ জরিমানা করে ছেড়ে দেয়। অপরদিকে তার বৃদ্ধ পিতা অনুমতি বিহীন (মেহেরপুর-খ ০০-০১) একটি চাঁদের গাড়িতে (জীপ)  সাংবাদিক লেখা একটি ষ্ট্রিকার দিয়ে ব্যবহার করছে। ভ্রাম্যমান আদালত ওই গাড়ির কাগজপত্র ও সাংবাদিক কিনা যাচাই করতে গিয়ে উদ্ধার করে ৪টি লাঠি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী কাগজপত্র। সাথে সাথে ওই গাড়িটি সিজ করে এবং নৌকা প্রার্থীর পিতা ছালে আহমদ সওদাগরকে আটক করে নিয়ে যায়। পরে তার কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ।

পাঠকের মতামত: