ঢাকা,রোববার, ১৩ অক্টোবর ২০২৪

পুলিশের আনন্দ ফুর্তির দিন চলে গেছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

index4বিডিনিউজ :
কাজের যথাযথ মূল্যায়ন হওয়ায় পুলিশ কর্মকর্তারা আর বসে বসে আনন্দ-ফুর্তি করার সুযোগ পাচ্ছেন না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রোববার ঢাকার নবাবগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বসে থেকে পুলিশ অফিসার আনন্দ-ফুর্তি করবে, সেই দিন চলে গেছে।“এখন যেসব পুলিশ অফিসার কাজ করছেন, তারাই প্রশংসিত হচ্ছেন। তারাই যোগ্য জায়গায় যাচ্ছেন এবং প্রমোশন পাচ্ছেন। সেজন্য পুলিশ অফিসাররা তাদের নিজেদের দায়িত্বের কথা চিন্তা করে কাজ করছেন।”নবাবগঞ্জের আগলা ইউনিয়ন পরিষদ মাঠে গালিমপুর ও বারুয়াখালীর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।পুলিশ বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “এখন কোনো থানায় মামলার সংখ্যা ডাবল ফিগার নেই।  সবই সিঙ্গেল ফিগার। আগের অনেক অনেক মামলা, ভয়ঙ্কর ফিগার নেই “জনগণের সঙ্গে সুসম্পর্কের কারণে এমনটা হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। “মামলার সংখ্যা কমে যাওয়ার কারণটা হলো জনতার সঙ্গে পুলিশের একটি সুসম্পর্ক। উপনিবেশিক পুলিশ কিন্তু এখন আর নেই। “আমরা যে স্লোগান দিয়েছি- জনতাই পুলিশ, পুলিশই জনতা। আমাদের পুলিশ ভাইয়েরা সেই জায়গাটাই বিশ্বাস করে এবং জনতার সঙ্গে মিশে গেছে। সেজন্যই জনতার সঙ্গে একটা সম্পর্ক হয়েছে।”আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমরা মনে করি, জনতার সঙ্গে পুলিশ যদি একসঙ্গে কাজ করে, তাহলে দুষ্কর্ম বলেন, জঙ্গিবাদ বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মাদক সবকিছু কমে যাবে এবং বন্ধ হচ্ছে।”আগে শোনা যেত আগুন লেগে পুড়ে ছাই হওয়ার পর ফায়ার সার্ভিস আসত- একথা উল্লেখ করে তিনি বলেন, “এখন দৃশ্যপট পাল্টে গেছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস হবে।“দোহার থানায় একটি ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। নবাবগঞ্জ থানায়ও হবে। তবে জমি নিয়ে মামলা থাকায় বিলম্ব হচ্ছে।”অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে না আসার কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল এমন পর্যায়ে গিয়েছে, যেখানে হারতে হবে, সেজন্যই হয়তো অস্ট্রেলিয়া আসেনি। “যেহেতু আমি তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেব বলেছিলাম, তারপরও যেহেতু আসেনি, তাহলে এটাই বলতে হয়।”অনুষ্ঠানে সংসদ সদস্য পিনু খান, ঢাকার জেলা প্রশাসক মো সালাহ উদ্দীন, পুলিশ সুপার মো হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: