ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কালো আইন বাতিল দাবিতে কক্সবাজারে মানববন্ধন

tttএম.জিয়াবুল হক, চকরিয়া ::

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে সরকারের জারি করা সড়ক পরিবহন আইন-২০১৭ অবিলম্বে বাতিলের দাবিতে গতকাল রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে মালিক ও শ্রমিক সংগঠনের সকলস্থরের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসুচির আলোকে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে জারী করা আইনকে স্বার্থ বিরোধী ও কালো আইন আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচির আয়োজন করেন কক্সবাজার ট্টাক, মিনিট্টাক, পিকআপ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১০৮৫) সহ একাধিক সংগঠন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্টাক, মিনিট্টাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার ট্টাক, মিনিট্টাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সদস্য ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, কক্সবাজার জেলা টাটা এইচ পরিবহনের সভাপতি এরশাদুজ্জামান সুমন, কক্সবাজার ট্টাক, মিনিট্টাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুরুল আমিন পুতু, সহ-সভাপতি আবদুর সবুর, অর্থসম্পাদক নাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নান, সিনিয়র সদস্য সামসুল আলম চেয়ারম্যান, সংগঠনের নবগঠিত বালুখালী শাখা কমিটির সভাপতি আবছার মেম্বার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার, পেকুয়া উপজেলা কমিটির সভাপতি ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আহমদ, সদস্য বেলাল উদ্দিন, শ্রমিক নেতা সাহাব উদ্দিন ও জাফর আলম প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত সকল শ্রমিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসুচির সিদ্বান্ত মোতাবেক তাদের দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। #

পাঠকের মতামত: