ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

পটিয়ায় ছাদে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ

potiaপটিয়া প্রতিনিধি :::

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদ থেকে ইশরাত জাহান (২০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি ইশরাত মানসিক রোগী ছিলেন তবে পুলিশ জানায় তার গলা ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে। ইশরাত জাহান নগরের দামপাড়া পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাই ইকরাম হোসেন ইকন বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। সে চার মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে। আগামী শনিবার তার ছুটি শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘দুপুরে ছাদে গিয়ে বোনকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।’

পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘ওই পুলিশ কনস্টেবলের গলায় ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে। তবে তার পরিবারের দাবি তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

 

পাঠকের মতামত: