ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ কক্সবাজার জেলা বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সারাদেশে বিএনপির আহবানে কক্সবাজারে হরতাল ও অবরোধ চলাকালে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরী, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল বশর বাবু ও জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজানসহ বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা , কক্সবাজার পৌরসভা, সদর, ঈদগাঁও রামু উখিয়া, টেকনাফ, পেকুয়া ও মহেশখালী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও জেলা যুবদল ও সাবেক ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম শাহীন , চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল, জেলা সেচছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আয়ান , কক্সবাজার সিটি কলেজ ছাত্রদল সদস্য সচিব শাখাওয়াত ওসমান , রামু ফতেখারকুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নয়ন, টেকনাফে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার বাহারছড়া ইউনিয়ন উত্তর যুবদল যুগ্ম আহবায়ক মো: সোহেল রানা , বাহারছড়া ইউনিয়ন উত্তর ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ কায়ছার সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ।

জেলা নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেছেন।

পাঠকের মতামত: