ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

নুরুল বশর চৌধুরীর মুক্তির দাবীতে কক্সবাজার ও চকরিয়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

01বার্তা পরিবেশক :::

কক্সবাজার জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি সাবেক এমপি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এ.টি.এম নুরুল বশর চৌধুরীসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কক্সবাজার জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের যৌথ উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল গতকাল বিকাল ৩টায় কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে, ছাত্রদলের সাধারণ সম্পাদক এডঃ মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্বীপাঞ্চল-কুতুবদিয়ার অন্যতম জনপ্রিয় নেতা নুরুল বশর চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে আওয়ামীলীগের কিছু স্বার্থন্বেষী কুচক্রী মহল তাদের হীন স্বার্থ, চরিতার্থ করার উদ্দেশ্যে একটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় আসামী করে জেলে পাঠিয়েছে। বক্তারা বলেন ক্ষমতার অপব্যবহার কখনো শুভফল বয়ে আনে না। নেতৃবৃন্দ অনতিবিলম্বে নুরুল বশর চৌধুরী সহ চার নেতার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। সভায় বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. মোক্তার আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডঃ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, শহর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমেদ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী আবদুর রহিম। এ সময় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আপছার কামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম রিটন, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন, শহর ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্না, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক শামশুল আলম প্রমুখ।  এদিকে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে মিছিল ও সমাবেশ করেছে।

পাঠকের মতামত: