ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

নিহত ৯ জঙ্গির ছবি প্রকাশ

9-jongi_0রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রম-২৬’ অভিযানে নিহত ৯ জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ৯ জঙ্গির ছবি প্রকাশ করা হয়।

ছবি সংযুক্ত করা ফেসবুকের ওই পোস্টটিতে বলা হয়, ‘রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি-সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেইজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১২টার পর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত বাড়িটি চারদিক ঘিরে ফেলে পুলিশ। সেসময় ভবনের পেছনে পাইপ বেয়ে দুই জঙ্গি ‘আল্লাহুআকবার’ ধ্বনি দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশের গুলিতে একজন নিহত হন। হাসান নামের আরেকজনকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

রাত আড়াইটায় পুলিশের বিশেষায়িত টিম সোয়াতের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ, র‍্যাবের সমন্বয়ে মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে ‘অপারেশন স্ট্রম-২৬’ অভিযান পরিচালনা করে আইনশৃংখলা বাহিনী। এক ঘন্টায় অভিযানে ৯ জঙ্গি পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়।

পাঠকের মতামত: