ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

নারীসহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আটক

jhenaidah-9-3-pic1_6472ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহ ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তৌহিদুর রহমানকে এক নারীসহ আটক করেছে পুলিশ। বুধবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় ব্যাংক পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। খবরের সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার (ভিপি) শেখ আবদুস সালাম। পুলিশ জানায়, ঝিনাইদহ জেলা শহরের কাঞ্চননগর পাড়ার আলী অহম্মদের ছেলে সৌদি প্রবাসী নুর আলমের স্ত্রী আমিনা পারভীন ম্মৃতি (৩২)। নাতাশা আইভি নামের ৮ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে তার। স্বামী-সন্তান ছেড়ে সে বেশকিছু দিন ধরে ইসলামী ব্যাংক স্থানীয় শাখার এসপিও তৌহিদুর রহমানের সঙ্গে ঘর সংসার করে আসছিল। সদর থানার উপপরিদর্শক (এসআই) অমিনুল ইসলাম জানান, প্রবাসী নুর আলমের ভাই ফারুক হোসেনের অভিযোগের ভিত্তিতে ম্মৃতি ও তৌহিদুর রহমানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগদ ৩ লাখ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে তারা বিয়ের একাধিক কাবিননামা দাখিল করেছে। ব্যাংকের একটি সূত্র জানায়, ম্মৃতি বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা উত্তোলনের জন্য প্রতিনিয়তই ইসলামী ব্যাংকের স্থানীয় শাখায় যাতায়াত করেছেন। এর ফাঁকে ব্যাংকের এসপিও তৌহিদুর রহমানের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এ দুজন গত বছরের ২৮ আগস্ট একটি ভুয়া কাবিননামা তৈরি করে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন। ঘটনা জানাজানি হলে চলতি গত ফেব্রুয়ারি মাসে ফের আরেকটি কাবিননামা তৈরি করেন। জানা গেছে, তৌহিদুর রহমান দুই সন্তানের জনক। তার বাড়ি খুলনায়। স্ত্রীর নাম মরিয়ম জামিলা। মরিয়ম ছেলে তাহাজীন ( ১১) ও মেয়ে রুহিয়ার (২) সঙ্গে শ্বশুর বাড়িতে বসবাস করেন। থানায় আটক অবস্থায় স্মৃতি জানায়, তার স্বামী দীর্ঘ ১৫ বছর তার খোঁজ নেয় না। এ কারণে ২০১৫ সালের মে মাসে তাকে আমি তালাক দিয়েছি। তৌহিদুর রহমান জানান, আমার স্ত্রী মরিয়মের ব্যবহার ভালো নয়। তাই আমি সুখে থাকতে স্মৃতিকে বিয়ে করেছি। অবশ্য দ্বিতীয় বিয়ের সময় প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেয়া হয়নি বলে স্বীকার করেছেন তিনি। সূত্র জানায়, দুজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তৌহিদুর রহমান বিব্রত হয়ে পড়েন। তিনি কৌশলে সিলেটের শ্রীমঙ্গল শাখায় বদলি হন। গত মঙ্গলবার ঝিনাইদহ শাখায় কর্মরত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয় তাকে। বুধবার ছাড়পত্র নেয়ার আগেই পুলিশের জালে আটক হন তৌহিদ।

পাঠকের মতামত: