ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

নগদ টাকা, মালামাল লুট পেকুয়ায় দু’ব্যবসায়ীকে পিটিয়ে আহত

পেকুয়া প্রতিনিধি ::14

পেকুয়ায় দু’ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পল্লী বিদ্যুতের এক মাঠ কর্মকর্তাকেও প্রহৃত করে তারা। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে। আহতরা হলেন ওই ইউনিয়নের পুর্ব আমিলাপাড়া এলাকার জাকের হোসেনের ছেলে আব্দুল মোতালব (২৫), তার ভাই শামসুদ্দীন (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন সবুজ বাজারে শামসুদ্দীন তার গ্যারেজের দোকানে বিদ্যুত সংযোগের জন্য মিটার স্থাপন করছিল। এ সময় একই ইউনিয়নের পশ্চিম আমিলাপাড়ার মৃত.নাগুমিয়ার ছেলে শফিউল্লাহ, আমিন উল্লাহ, ইব্রাহিম, মাহমদ উল্লাহ, বদিউদ্দিন পাড়ার মোজাম্মেলের ছেলে ওসমান গনি, মো.ওমর গনিসহ ৮-১০জন দুর্বৃত্ত বিদ্যুত সংযোগ কাজে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে দুর্বৃত্তরা গ্যারেজ ব্যবসায়ী শামসুদ্দীনকে পিটিয়ে আহত করে। এ সময় তার ভাই মুদির দোকানদার আব্দুল মোতালব ভাইকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। তারা তাকেও লোহার রড ও হাতুডি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। এ ব্যাপারে আব্দুল মোতালেব জানায়, ১৬ শতক জায়গা নিয়ে শফি গংদের সাথে আমাদের বিরোধ চলছে। তারা জায়গার জবর দখলের চেষ্টা করছে। এর জের ধরে তারা দু’লক্ষ টাকা চাঁদা দাবী করছে। ইউনিয়ন পরিষদের রায় আছে আমাদের অনুকুলে। মিটার লাগানোর সময় তারা এসে আমাদের উপর হামলা চালায়। এ সময় দোকান থেকে নগদ ৩২ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শফিউল্লাহ জানায়, কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে।

পাঠকের মতামত: