ঢাকা,বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চকরিয়ায় আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলস্থরের নেতাকর্মী। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটায়
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল আয়োজন করেন চকরিয়া উপজেলা ও চকরিয়া আওয়ামী লীগ।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এর নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী এ আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মী। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, এমপি জাফর আলমের পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত ওসমান, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, আওয়ামী লীগ নেতা রনি চৌধুরী, যুবলীগের মিজানুর রহমান, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু অনুষ্ঠিত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন। এসময় মিছিলে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স থেকে আনন্দ মিছিলটি বের হয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে। তার আগে এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌরশহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করেন।

 

পাঠকের মতামত: