ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

‘দেশের মানুষ এ সরকার থেকে রক্ষা পেতে চায়’

অনলাইন ডেস্ক ::

দেশের মানুষ যে বর্তমান সরকারের হাত থেকে রক্ষা পেতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। সরকারের অত্যাচার থেকে রক্ষা পেতে ভবিষ্যতের সব নির্বাচন রংপুরের মতোই হবে বলে আমার বিশ্বাস। আজ শনিবার বনানীর কার্যালয়ে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।
দেশে গুম, খুন ও দুর্নীতি চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, এসব থেকে রক্ষা পেতে মানুষ এই সরকারের পরিবর্তন চায়। জাতীয় পার্টি ক্ষমতায় এলে জনগণের জানমালের দায়িত্ব নেবে জানিয়ে এরশাদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তবে ক্ষমতায় টিকে থাকার চিন্তায় সরকার তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
নিজের নামে থাকা মামলার ব্যাপারে জাপা চেয়ারম্যান বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই সরকারই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাই তারা কেউই চায় না, আমার নামে করা মামলার নিষ্পত্তি হোক।

পাঠকের মতামত: