প্রেস বিজ্ঞপ্তি :: অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রহসনমূলক তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
আজ ১৯শে নভেম্বর (রবিবার) বিকাল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সদরে অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিবিরের সভাপতি মনিরুল মাওলা, জেলা ছাত্রশিবিরে সেক্রেটারী আবু হানিফ মোহাম্মদ শেফায়েতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিক্ষোভে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, নির্বাচন কমিশন যে অবৈধ তাফসিল ঘোষণা করেছেন এদেশের জনগণ তা প্রত্যাখান করেছে। অবৈধ তাফসিল বাতিল করতে হবে, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের নাটক বন্ধ করতে হবে, ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি মেনে নিতে হবে অন্যথায় অবৈধ নির্বাচন কমিশন ও অবৈধ সরকারের বিরুদ্ধে তিতুমীরের বাঁশের কেল্লা গড়ে তুলা হবে।
পাঠকের মতামত: