ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ডুলাহাজারা ব্র্যাকের উদ্যোগে টিন ও শীত বস্ত্র বিতরণ

মো: শাহ্ আলম, ডুলাহাজারা ::::
14
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ব্রাকের উদ্যোগে টিন ও শীতবস্ত্র বিতরণ করেছে। আজ ৫ ফেব্রুয়ারী বিকালে ৮নং ওয়ার্ডে  পাগলির বিল এলাকায়।

জানা গেছে, গত ২২ জানুয়ারী আগুন লেগে   ৮টি পরিবারের ঘর-বাড়ী পুঁড়ে যায়। এসব পরিবারদের মাঝে  ব্রাক  টিন, ৬টি করে কাঠের খুটি সহ শাড়ী, লুঙ্গি , গেঞ্জি ও একটি করে বিস্কুটের টিন  বিতরণ করেন। সময় ব্র্যাক উপস্থিত ছিলেন , কক্সবাজার ব্রাক বাঞ্চের জেলা প্রতিনিধি অজিত (ডি.বি.আর) , মনোটরিং অফিসার অরুপম বড়ুয়া, সেক্টর স্পেশালিস্ট কমিউনিটি মোবিলাইজেশন মো: নাইমুল হক , ব্রাক  ম্যানেজার ( দাবী) সেন্টু পাল , ব্র্যাক  ম্যানেজার (টি.ইউ.পি) গোপাল চন্দ্র পাল , ব্র্যাক শাখার হিসাব কর্মকর্তা মো: মোফাজ্জেল হোসেন , প্রোগ্রাম অর্গানাইজার (টি.ইউ.পি) পরেশ চৌধুরী , প্রোগ্রাম অর্গানাইজার (টি.ইউ.পি) মো: আনোয়ার হোসেন , প্রোগ্রাম অর্গানাইজার (টি.ইউ.পি) লাইলী বড়ুয়া , প্রোগ্রাম অর্গানাইজার (দাবী) মো: আতিকুর রহমান  সহ স্থানীয় ডুলাহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: সোলাইমান ও আরো গণ্যমান্য  ব্যক্তিগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। এতে স্থানীয় গ্রামবাসী সহ ওয়ার্ড মেম্বার বলেন , ব্র্যাক ব্রাঞ্চের এ মহৎ উদ্যোগে সর্বশান্ত পরিবারের মাঝে মূখের হাসি ফোটানোর মত সহযোগিতা করায়, তাদের এসমস্ত মানব সেবামূলক উদ্যোগকে ধন্যবাদ ও সামনেও এসমস্ত উদ্যোগ যেন চলমান রেখেই অসহায় মানুষের  দুঃসময়ের সময় এরকম সেবামূলক কাজ অব্যাহত রাখবে বলে আমাদের বিশ্বাস।

পাঠকের মতামত: