ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারায় ৪১ হাজার জাল নোট সহ পাচারকারী আটক

100_3844মোস্তফা কামাল. ডুলাহাজারা প্রতিনিধি :::   চকরিয়া উপজেলার ডুলাহাজারায় পাচারকালে ইউনিয়ন পরিষদের সদস্যরা অভিযান চালিয়ে ৪১ হাজার জাল নোট (টাকা) সহ এক পাচারকারীকে পুলিশে দিয়েছে।

আটককৃত যুবক কক্সবাজার পৌরসভার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর মহুরী পাড়ার মোঃ হাছান আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার হোসেন (২৮) বলে জানা গেছে।  আজ ২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন সোনামিয়া এলাকাবাসীর সহযোগীতায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারীপার্র্ক গেইট থেকে হাতে নাতে জাল টাকা সহ তাকে আটক করতে সক্ষম হয়েছেন। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আটককৃত যুবক সাফারীপার্ক এলাকায় জাল টাকা পাচার করার চেষ্টা চালাচ্ছিল। এ সময় খবর পেয়ে ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন ও জয়নাল আবেদীন সোনামিয়া পাচারকারীকে আটক করে পরিষদে নিয়ে আসেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে, পুলিশের এস.আই মাহাবুবুর রহমান এসে পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী সহ কয়েকজনকে স্বাক্ষি করে ৪১ হাজার জাল টাকা সহ পাচারকারীকে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে, চকরিয়া থানার ও.সি(তদন্ত) কামরুল আজম বলেন, আটককৃত পাচারকারী যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে।

পাঠকের মতামত: