টেকনাফ সীমান্তে ২ কোটি ৪০ লাখ টাকার ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি এক প্রেস সূত্রে জানায়, সোমবার (১০ এপ্রিল) পৌনে ৬ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার) এর নেতৃত্বে সাবরাং বিওপির একটি বিশেষ টহলদল মায়ানমার হতে ইয়াবার একটি চালান সাবরাং ইউপিস্থ নোয়াপাড়া কবির মেম্বার প্রজেক্টের উত্তর পাশে প্যারাবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার গোপন সংবাদে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় কয়েকজন লোককে ব্যাগ হাতে প্যারাবনের ভেতর দিয়ে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার ব্যাগ ফেলে দ্রুত প্যারাবনের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিজিবি উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগটি থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
পাঠকের মতামত: