ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জেলা ছাত্রলীগের সভাপতিকে আটকের প্রতিবাদে চকরিয়ায় মহাসড়কে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

রাাআআএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়সহ ছাত্রলীগের আট নেতাকর্মীকে টেকনাফে আটকিয়ে হয়রানি করার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ করে অবরোধ সৃষ্টি করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মহাসড়কের চকরিয়া পৌরশহরে দুপুর ১টা থেকে দুইটা পর্যন্ত ঘন্টাব্যাপী সড়ক অবরোধকালে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী কয়েকশত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী সাধারণ।

চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এএম আরিফুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়সহ ৮নেতাকর্মীকে টেকনাফে আটকিয়ে হয়রানি, নাজেহাল করার প্রতিবাদে উখিয়া-টেকনাফ আসনের এমপি আবদুর রহমান বদির শাস্তির দাবী জানিয়ে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অবরোধ কর্মসুচী পালন করেন।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান। এসময় তাঁরা আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে এব্যাপারে জেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এমন আশ্বাস দিলে পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড় থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।###

পাঠকের মতামত: