ঢাকা,বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

জেলা আ.লীগের বিজয় দিবস উদযাপন

স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৪৫ বছর পূর্তি নানা কর্মসূচিমাধ্যমে পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখা। ১৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অপনের মধ্য দিয়ে কমসুচীর সুচনা হয়। পরে বধ্যভূমিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পরে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে র‌্যালীটি শহরের পাবলিক লাইব্রেরীর দৌলত ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি এথিন রাখাইন, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, পৌর আওয়ামী লীগ নেতা হাসান মেহেদী রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম.এ মঞ্জুর। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের মদদে জঙ্গীদের উত্থান হয়েছিলো। কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও বিচক্ষণতায় জঙ্গিরা এদেশে মাথা চড়া দিয়ে উঠতে পারে নাই। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

পাঠকের মতামত: