ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জীব বৈচিত্র বাঁচাতে বন রক্ষায় সকলকে এগিয়ে আসতে

de711cd1-e73a-4441-9dd5-e37e9c2fcabaঈদগড় প্রতিনিধি:
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের সামাজিক বনায়নের প্লট বরাদ্ধ চুক্তিনামা দলিল হস্তান্তর ও উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত উপকার ভোগীদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় বন কর্মকর্তা কেরামত আলী মল্লিক বলেন,পৃথিবীর জীব বৈচিত্র এখন হুমকির মুখে,জীব বৈচিত্র বাঁচাতে বন রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পাশা পাশি যারা উপকারভোগী রয়েছেন তাদের সকলকে বন বিভাগের সার্বিক সহযোগিতা করার জন্য অনুরুধ করেন। তিনি আরো বলেন,উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত কাছ কাটা থেকে যেন সকলেই বিরত থাকে।
২৭জানুয়ারী বুধবার সকাল ১০টার সময় রেঞ্জ কার্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন,ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্রো। রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক নুরুল আজিম মাইজ্যা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক মো : হোসেন, সাংবাদিক আব্দুল হামিদ, ইউপি সদস্য আবুল কাসেম টুলূ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ওসি ফরেষ্ট এস্পেশাল টিম মেহেদী হাসান,বাইশারী বনবিট কর্মকর্তা দুলাল চন্দ্র হাওলাদার, তুলাতলী বনবিট কর্মকর্তা শ্যামপদ মিশ্র প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভাগীয় বন কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দরা সামাজিক বনায়নের ৫০জন প্লট বরাদ্ধ পাওয়া উপকারভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করেন।

পাঠকের মতামত: