ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম আর নেই : সর্বত্রই শোক

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম আর নেই। মঙ্গলবার ৯ জানুয়ারী বিকেল সাড়ে ৪টার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)।

১০ জানুয়ারী (বুধবার) সকাল এগার টার ইউনিয়নের পূর্ব মিয়াজী পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

ফরিদুল আলম দক্ষতা ও সততার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এবং কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন।

মরহুমের ভাইপো লুৎফুর রহমান লুতু জানায়, দীর্ঘকাল কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন চাচা ফরিদুল আলম।

প্রবীণ সমাজ সেবক ফরিদুল আলমের মৃত্যুতে সর্বত্রই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত: