ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চোর সিন্ডিকেট ও মাদকের বিরুদ্ধে কোনাখালীতে সচেতন নাগরিকদের মানববন্ধন 

,মোক্তার আহমেদ,আক্তার আহমেদ,আক্তার উদ্দিন রানা,এম ইউপি আবদুল নবি,শামসুল আলমসহ স্থানীয়  ছাত্র-যুবক ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন,কোনাখালীতে চোর-সিন্ডিকেট মাদক ব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে গেছে। গ্রামের আনাছে কানাছে এখন মাদকে সয়লাব হয়ে গেছে। এলাকার চিহ্নিত চোর-মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যরা এখন প্রকাশ্যেই ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রি করছে। এতে দিন দিন এলাকার যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে আমরা সচেতন নাগরিক সমাজ আজ মানববন্ধন করেছি। আশা করছি প্রশাসন আমাদের দাবির প্রতি দৃষ্টি দিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনবে। অত্যন্ত দুঃখজনক হলো,পেকুয়া জিহাদ হত্যা,বিভিন্ন এলাকা থেকে চোরাই জিনিস এনে এখানে হজম করে। আমরা আর এই অপবাদ নিয়ে বসবাস করতে চাইনা। এলাকাবাসীকে চোর সিন্ডিকেট ও মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান।
এলাকার উঠতি বয়সের বেশিরভাগ কিশোর মাদকে জড়িয়ে পড়ছে। কোনাখালীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে বসে জুয়া ও মাদকের রমরমা আসর। মাদকের টাকার জোগাড় করার জন্য এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে।

পাঠকের মতামত: