ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চিরিংগা বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি মুজিব, সম্পাদক জাহাঙ্গীর

এইচ এম রুহুল কাদের,চকরিয়া ::চ৷ করিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয় । বিকাল ৫টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিটির সভাপতি সেলিম উল্লাহ,সদস্য তপন দাস ও মোহাম্মদ মহি উদ্দিন। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ১৪জন। এদের মধ্যে দোয়াত কলম প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত মুজিবুল হক মুজিব । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আলম খেজুর গাছ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৭১। সহসভাপতি পদে বাইসাইকেল প্রতিকে ২০৬ ভোট পেয়েছেন জাফর আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উড়োজাহাজ প্রতিকে ১৭৭ ভোট পেয়েছেন বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিকে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাপ ফুল প্রতিকে ১৯০ ভোট পেয়েছেন সেলিম উদ্দিন লিটন। সদস্য পদে আম প্রতিক নিয়ে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকুল কান্তি দাস,ফুটবল প্রতিক নিয়ে ৩৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জিয়াউল করিম জিয়া,শাহ নেওয়াজ চৌধুরী রুবেল,নুরুস সফা,ফোরকানুল ইসলাম, নুরুল হক,আরফাতুল ইসলাম,আনোয়ার মহসিন।

পাঠকের মতামত: