ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চিংড়ি প্রকল্পে লুটপাটের সাথে জড়িত ডাকাত-সন্ত্রাসী কাউকে ছাড় দেয়া হবেনা -এমপি ইলিয়াছ

cccএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া চিংড়ি প্রকল্প মালিক ও চাষীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল ৩টায় চৌয়ারফাড়ি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিএ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, চকরিয়া উপজেলা কেন্দ্রীয় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান সেলিম উল্লাহ এমএ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাস্টার নুরুল ইসলাম, চাষী সমিতির নেতা মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, পূর্ববড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের, চকরিয়া বদরখালী কেবি জালাল সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি নাজেম উদ্দিন সওদাগর, চিংড়ি চাষী সমিতির নেতা দলিলুর রহমান, মৌলভী আবদুল মোনাফ, মাস্টার শামসুল আলম, জামাল উদ্দিন, জাফর আলম, কফিল উদ্দিন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে চিংড়ি ঘের মালিক ও চাষীরা বক্তব্য রাখেন।

অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, চিংড়ি ঘেরে ডাকাত-সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় থাকতে পারেনা। যারা শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। কোদালিয়া বাহিনী নামে যারা চিংড়ি ঘেরে ডাকাতি, দস্যুতা, জবর দখল, মাছ লুট চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ডাকাত-সন্ত্রাসীদের দমনে ব্যর্থ হলে কিংবা অপরাধীরা এসব কর্মকান্ড থেকে সড়ে না আসলে কঠোর ব্যবস্থা স্বরূপ প্রয়োজনে ক্রসফায়ারের পথ বেঁচে নিতে প্রশাসনকে আহবান জানান। তিনি চাষীদের কল্যাণে তার পক্ষ থেকে পুলিশের জন্য অত্যাধুনিক স্পীড বোট দেয়ার ঘোষণা দেন এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করারও তাগাদা দেন।##

পাঠকের মতামত: