ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরীর কারখানার সন্ধান

তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম :
চট্টগ্রামে ভেজাল ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫জুন) বিকেল ৩টা নাগাদ নগরীর বায়েজিদ বোস্তামি থানার ‘চা বোর্ড’ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম নেতৃত্বে অভিযান চলাকালে এই কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানস্থল থেকে মো. আনিসুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে কারখানার লোকজন। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ক্যান ভেজাল ঘি জব্দ করা হয়েছে। কারখানাটিতে মানবদেহের জন্য ক্ষতিকর ক্যামিকেল ব্যবহান করে ঘি উৎপাদন করছিলো।’

পাঠকের মতামত: