ঢাকা,বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ২

nihotচট্রগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক দিনমজুর ও অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার নগরীর কালুরঘাট ও কদমতলী রেল ক্রসিংয়ে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন ভোলার শাহ আলম গাজীর ছেলে মো. সুমন। সে চট্টগ্রামে দিনমজুরি করতো। আরেকজনের বয়স আনুমানিক ৫০ বছর, পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।
ওসি জানান, কদমতলী রেল ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, দিনমজুর সুমন খেজুরতলা এলাকার কালুরঘাট রেলওয়ে ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে, বলে জানিয়েছেন ষোলশহর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক জাকির। তিনি জানান, একটি তেলবাহী ট্রেনের ধাক্কায় সুমন গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।

পাঠকের মতামত: