চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নিউমুরিং এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনের নীচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির। আমির জানান, এ ঘটনায় দগ্ধ আবুল কালাম (৬০), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮), মুক্তা বেগম (১৭), রিয়াজ (৩০) এবং ভবন রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেন্টু হাওলাদার (৩৫) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আবুল কালাম, সেন্টু হাওলাদার, ইউসুফ ও জাহেদা বেগমের অবস্থা গুরুতর। তাদের শরীরের প্রায় ৩০ ভাগ ঝলসে গেছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মশিউর রহমান। ইপিজেড থানার এসআই মাইনুল হাবিব জানান, শনিবার রাতে নিউমুরিং এলাকার বোবাকলোনির পাশে জসিমের পাঁচতলা আবাসিক ভবনের নিচতলার একটি কক্ষে রক্ষিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ভবনের মালিক ভাড়াটিয়াদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। সিলিন্ডার বিস্ফোরণের পর নীচতলার আবুল কালামের ফ্ল্যাটে আগুন ধরে যায়।
পাঠকের মতামত: