ঢাকা,মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের ব্যবসায়ী অপহরণ কক্সবাজারের নাজিরারটেক থেকে উদ্ধারঃ আটক-৩

mail.google.comনিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রামের ব্যবসায়ী অপহরণের শিকার হয়ে ৪ দিন পর কক্সবাজার নাজিরারটেক থেকে মূর্মষ অবস্থায় উদ্ধার হয়েছে। ১৫ এপ্রিল রাত ১ টার দিকে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হতভাগা এই ব্যবসায়ী চট্টগ্রাম রাহাত্তারপুল খাজারোড এলাকার মৃত জিয়াবুল কন্ট্রাক্টারের পুত্র মতিউর রহমান মতি(৩০) বলে জানা গেছে। এই ঘটনায় মহেশখালী কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার কথিত ডাক্তার নামধারী সোহেল কে কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালের সামনে থেকে আটক করে পুলিশ। অপরদিকে মহেলশখালী থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আরো দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিদ্বয় মহেশখালী পুটিবিলার বাসিন্দা বলে জানা গেছে ।

মতিউর রহমানের পরিবার সূত্রে জানা য়ায়, ১২ এপ্রিল কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়াস্থ তার শশুরবাড়িতে পরিবার নিয়ে বেড়াতে আসেন। তার বন্ধু পরিচয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে ডেকে নিয়ে যান তাকে। এরপর রাত সাড়ে ৮টার দিকে মতি’র মোবাইল থেকে তার বড় ভাইকে অপহরণের কথা বলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে পুলিশ ও র‌্যাবকে বিষয়টি জানানো হয়। অপহরণকারীরা পরিস্থিতি বুঝতে পেরে নাজিরারটেক এলাকায় মতিউর রহমানকে হাতপা বাধাঁ অবস্থায় ফেলে যায়।  কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আআনো

পাঠকের মতামত: