চকরিয়া নিউজ ডেস্ক :::
দেশের সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ নিরপরাধ মানুষ খুন করে বিপর্যয় সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে খুন খরাবী ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এসব ঘৃণ্য ও নিন্দনীয় কর্ম কান্ডের বিরুদ্ধে শিক্ষিত সমাজ থেকে সাধারণ জনগণ পর্যন্ত সন্ত্রাসবাধিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এরই ধারাবাহিকতায় ৩ সেপ্টম্বর ১১টা থেকে ৩টা পর্যন্ত ককসবাজার জেলাধীন চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের বেতুয়াবাজাস্থ হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদরাসা কর্তৃক পালিত হয় জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বুলবুল এবং বি.এম.চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বি.এম.চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম। সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বড়ির সভাপতি ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক এম. আজিজুর রহিম। এছাড়া অত্র মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, গভর্ণিং বড়ির সদস্য, অভিভাবক, বি.এম.চর ইউনিয়ন পরিষদের সদস্য, সমাজকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার ছাত্রীরা অত্র সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তরা তাদের বক্তব্যে জঙ্গী, সন্ত্রাস এবং রাষ্ট্র ও সরকার বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহ্বান জানান।
পাঠকের মতামত: