ঢাকা,মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

চকরিয়া স্পেশাল সার্ভিস লিমিটেড মালিক সমিতির কমিটি গঠিত

12144705_889534974455838_5989135785643671443_nচকরিয়া অফিস:

চকরিয়া স্পেশাল সার্ভিস লিমিটেড মালিক সমিতির আট সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজার বাসটার্মিনালস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত বিশেষ সভায় সমিতির সকল সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয়। এর আগে অনুষ্টিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজনকে নির্বাচিত করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, সেলিম ছরওয়ার চৌধুরী সভাপতি, নুরুল আলম কোম্পানী সহ-সভাপতি, মো.সাইফুদ্দিন সাধারণ সম্পাদক, রমজান আলী সহ-সম্পাদক, মনছুর আলম সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম অর্থসম্পাদক, সম্মানিত সদস্য বেলাল হোছাইন ও কামাল উদ্দিন।

পাঠকের মতামত: