চকরিয়া উপজেলার রামপুর এগার একর চিংড়ি চাষ প্রকল্প মালিক সমবায় সমিতির নির্বাচন গতকাল সোমবার ৩ সেপ্টেম্বর চকরিয়া বাসটার্মিনালস্থ সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল কাদের শফি ও সমিতির সদস্যদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল আকবর। নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আকবর গোলাপ ফুল প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম হয়েছেন ছাবের আহমদ। তিনি হরিণ প্রতীকে পেয়েছেন ১৮ ভোট। সমিতির অবশিষ্ট পদে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আকবর ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় সমিতির সকলস্থরের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। #
চকরিয়া রামপুর ১১ একর চিংড়ি চাষ প্রকল্প মালিক সমিতির নির্বাচনে কাদের সভাপতি, আকবর সম্পাদক

পাঠকের মতামত: