ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চকরিয়া মোটরসাইকেল মালিক সমিতির কমিটি অনুমোদন

চকরিয়া অফিস:

চকরিয়া পৌরশ9হরের চিরিঙ্গায় গ্রীণচিলি রেষ্টুরেন্টে ৫মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় চকরিয়া-পেকুয়া মোটরসাইকেল ইঞ্জি: মালিক সমিতির সাধারণ সভা তপন কান্তি সুশীলের সভাপতিত্বে ও অনিল দাশের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পৌর আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা ফজলুল করিম সাঈদী, উপজেলা পূজা পরিষদের সভাপতি পৌর আ’লীগের সহ-সভাপতি সংগঠনের উপদেষ্ঠা তপন কান্তি দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা সুধীর চন্দ্র দাশ, সংগঠনের উপদেষ্ঠা যথাক্রমে অমল সিং, বিধু ভূষণ বড়–য়া, কামাল হোসেন, মো: বারেক। সভায় উপদেষ্ঠা মন্ডলীর ও উপস্থিত সকল সদস্যগণের সর্বসম্মতিক্রমে আগামী তিনবছরের জন্য চকরিয়া মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি তপন কান্তি সুশীল, সহ-সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক অনিল কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক অমিরণ বডুয়া, অর্থ সম্পাদক প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সভাত বডুয়া, সহ-অর্থ সম্পাদক অশোক বডুয়া, সাংগঠনিক সম্পাদক প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হৃদয় কান্তি সুশীল, দপ্তর সম্পাদক মো: জিয়াবুল, প্রচার সম্পাদক রুবেল কান্তি দে, মিতুল দাশ ও মো: শাহাদতকে সদস্য করে ১১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত দাশ, চিরিঙ্গা ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সমীর কান্তি দাশ, আল আমিন মোটরসের মালিক মো: আক্তার হোসেন, গাউছিয়ার মালিক ছাবের হোছাইন, ফেমাসের মালিক ইব্রাহিম, সুমন বডুয়া, মো: ইব্রাহিম, মিজান, হামিদুল ইসলাম, সুমন কান্তি নাথ, নারায়ণ দাশ নয়ন, মো: তহিদুল ইসলাম, ফোরকান উদ্দিন, রানা সুশীল, আশিষ দাশ, শাহাদত নুর, মো: মিজানুর রহমান, পিন্টু পাল, মো: জোনাইন, শামীম, ঞামং মার্মা, মো: হাবিব, আবছার, মিনহাজ, মোক্তার, সুকলাল ধর, আবদুছ সালাম, নজরুল, রুবেল নাথ, মো: নয়ন, মজনু, সজীব, দীপক ও সনাতন বাবু। এসময় উপস্থিত সকল সদস্যরা আনন্দে উৎসাহর মধ্যদিয়ে প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হৃদয় সুশীল ও সভাত বডুয়ার এ সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ##

পাঠকের মতামত: