ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পথসভায় দূর্বৃত্তের গুলি, হায়দারসহ ১০জন গুলিবিদ্ধ

Chakaria-Picture-B-N-P-Norul-Islam-haidar_1নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:::

চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দারের পথসভা চলাকালে দূর্বৃত্তদের ছুড়া গুলিতে মেয়র প্রার্থী হায়দারসহ ১০জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার সময় চকরিয়া থানা সংলগ্ন দক্ষিণ পাশের গ্রামীন ব্যাংক এলাকায়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আগামী ২০মার্চ চকরিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে  ধানের ছড়া সমর্থিত বিএনপির মেয়র প্রার্থী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গনসংযোগকালে আজ সন্ধ্যা ৭টার সময় থানা সংলগ্ন গ্রামীণ ব্যাংক এলাকায় একটি পথসভা চলাকালে মগবাজারের দিক থেকে আসা ৪টি  মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা  পথসভাস্থলে পৌছে  হঠাৎ গুলিচালায়। এসময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হায়দারের সমর্থণে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক  অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী বক্তব্য রাখছিল। বক্তব্য চলাকালীন পথসভায় দুর্বৃত্তরা গুলিচালালে মেয়র প্রার্থী হায়দার, জেলা বিএনপির সহ সভাপিত এনামুল হক ও পৌর বিএনপির  সা সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীসহ অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহত মেয়র প্রার্থী হায়দারকে চমেক হাসপাতালে ও জেলা বিএনপির সহসভাপতি এনামুল হককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপিদের প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।   বিস্তারিত আসছে…..

পাঠকের মতামত: