ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌর ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়ার আন্দোলনের  কর্মসূচী বাস্তবায়নে ছাত্রদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম সাদ্দাম হোসেন নিশানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রভাবশালী সদস্য রাশেদুল হক রাসেল। প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সরওয়ার রোমন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য এডভোকেট জকরিয়া লিটন। প্রধান বক্তার বক্তব্য chakaria paura chattradal 7-6-16_রাখেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন মনির, বিশেষ বক্তা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম আলাউদ্দিন রবিন, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম লিটন। বক্তব্য রাখেন পৌর বিএনপির অর্থ সম্পাদক মো: সেলিম উদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, মাস্টার আলমগীর হোসেন রানা, জেলা যুবদলের সহসভাপতি আকতার ফারুক খোকন, জেলা যুবদলের পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ফোরকান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম শাহজাহান মনির, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল করিম, যুগ্ম আহবায়ক একরামুল হক, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল আবছার রিয়াদ, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নুর ছিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, পৌর সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদ, যুগ্ম সম্পাদক রানা হামিদ, মাতামুহুরী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক হক রিপন, মহিলাদল নেত্রী হাসনা খানম, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম সুমন, মামুনুর রহমান ও আনোয়ারুল ইসলাম আজাদ, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি যথাক্রমে; মো: আলাউদ্দিন, মো: সালাহউদ্দিন, মামুনুর রশিদ মামুন, শাহরিয়ার স¤্রাট চৌধুরী, ইসফাতুল ইসলাম তৌহিদ, ছাদেক হোছাইন, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক যথাক্রমে; মো: হাসান,আবুল কাসেম, আজিজুল হক বাদশা, শহিদুল ইসলাম শহিদ, জালাল উদ্দিন, মো: মোমেনুল ইসলাম, তারেকুল ইসলাম তারেক, আরমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে; সাহাব উদ্দিন সাগর, মো: আজাদ, মিনহাজ উদ্দিন, হুমায়ুন ফরিদ রানা, মো: তৌহিদ, মো: হুমায়ুন, নাজেম উদ্দিন, আবদুল কাদের নোমানসহ পৌরসভা ও প্রত্যেক ওয়ার্ড এবং স্কুল শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত ৭জুন বিকাল ৩টায় চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, বিএনপির আন্দোলন সফল করা সহ দেশের যেকোন দূর্যোগপূর্ণ মুহুর্তে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রদল। একইভাবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ঈদের পর আন্দোলনের যেই কর্মসূচী ঘোষণা করবেন তা বাস্তবায়নের মাধ্যমে অবৈধ ও অগণতান্ত্রিক আওয়ামী সরকারকে হঠাতে মুখ্য ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, ৫জানুয়ারীর অবৈধ ও তথাকথিত নির্বাচন ও এই অঞ্চলের শ্রেষ্ট সন্তান জনপ্রিয় জননেতা সালাহউদ্দিন আহমদের মুক্তি আন্দোলন সহ সকল প্রকার আন্দোলন সংগ্রামে যারা সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে, প্রত্যেক কর্মসূচীতে অংশ গ্রহণ করেছে তাদেরকে দিয়েই পৌরসভা ছাত্রদলের কমিটি গঠন করা হবে। ভারতে চিকিৎসাধীন সালাহউদ্দিন আহমদকে বীরের বেশে ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

 

পাঠকের মতামত: