ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে কলম বিরতি ও অবস্থান কর্মসুচী পালিত

cmচকরিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচিতে বক্তব্য দিচ্ছেন সচিব মাস-উদ মোরশেদ।

এম.জিয়াবুল হক, চকরিয়া :::

সরকারী কোষাগার হতে বেতন ভাতার একদফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার কক্সবাজারের চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসুচির আওতায় এক ঘন্টার কলম বিরতি ও অবস্থান কর্মসুচী পালিত হয়েছে।

চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্টিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উপদেষ্ঠা ও পৌর সচিব এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন। বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উপদেষ্ঠা ডা.লোকমান হাকিম, প্রকৌশলী মৃনাল ধর, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল মাওলা, পৗর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল মোস্তাফা, মোস্তাক আহমদ, ওসমান গনী, রাগিব হাসান ও আবদুল হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৗর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সহ-প্রচার সম্পাদক ও পৌরসভার সড়ক বাতি পরির্দশক রাজিবুল মোস্তাফা। #

পাঠকের মতামত: