ঢাকা,বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে হেলাল উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

mail.google.comনিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তরুন সমাজ সেবক হেলাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে তিনি চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। ওইসময় তার সাথে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি, সমাজের সর্দার ও সকলস্থরের কর্মী সমর্থক এবং সাধারণ জনগন। ওইসময় কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন বলেন, জনগনের দোয়া, ভালবাসা ও সমর্থন নিয়ে তিনি পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে অবহেলিত এলাকার ও জনগনের কল্যানে তিনি নিরলশভাবে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেন। হেলাল উদ্দিন নিজপানখালী এলাকার প্রবীণ সমাজ সেবক সামসুল আলমের ছেলে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত: