ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

চকরিয়া পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নে উপজেলা আ.লীগের জরুরী সভা

A-Leegএম.জিয়াবুল হক, চকরিয়া :::

আসন্ন চকরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরী সভা ১৩ফেব্রুয়ারী বিকাল ৪টায় আপন কমিউনীটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ৯০’র ছাত্রনেতা সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এম আর চৌধুরী, সৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদদক আলমগীর চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম (দুবাই আলম), মুজিবুল হক রতুন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মিছবাউল হক, কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি ফিরোজ আহমদ, কাকারা ইউনিয়ন সভাপতি শওকত ওসমান, খুটাখালীর সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, মানিকপুর-সুরাজপুরের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, ফাসিয়াখালীর সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, চিরিংগা ইউনিয়নের সাধারণ মাস্টার আবদুল জলিল, লক্ষ্যারচরের সহসভাপতি শামসুল আলম, কাকারার সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, হারবাংয়ের মিরানুল ইসলাম, মেহেরাজ উদ্দিন সকল ইউনিয়ন সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। জরুরী সভায় পৌরসভার মেয়র এবং উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মতে দলীয় একক প্রার্থী বাছাই করে জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বরাবরে নির্বাচনী বোর্ডে জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।##

+ Add New Category

পাঠকের মতামত: