ঢাকা,বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

চকরিয়া পৌরসভা আ.লীগ নেতা রেজাউলের বাবার ইন্তেকাল, জানাজার নামাজে শোকাহত মানুষের ঢল

sssssএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমের বাবা হাজি আবদুল গণি বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ২৬জানুয়ারী ভোররাত ৩টায় পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা জনতা মার্কেক রোডস্থ নিজবাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। একইদিন জোহরের নামাজের পর নামারচিরিংগা পুরাতন জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে মামা-ভাগিনার কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ারুল এহছান বুলুমিয়া, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও পৌর কমিউনীটি পুলিশিং সভাপতি মো: ওয়ালিদ মিলটন, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি আবু তাহের, অধ্যাপক বশির আহমদ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহসভাপতি মুজিবুল হক মুজিব, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, শওকত ওসমান ও সাহাব উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া উপজেলা আহবায়ক জামাল উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আরিফুল ইসলাম চৌধুরী আরিফ সহ হাজার হাজার ধর্মপ্রাণ জনতা ও দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এদিকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান জাফর আলম, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম,সহসভাপতি ফজলুল করিম সাঈদী সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা মহান আল্লাহর কাছে আ’লীগ নেতার পিতার রূহের মাগফিরাত ও বেহেস্তের উচ্চ সম্মান কামনা করেন। ##

পাঠকের মতামত: