ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভায় বিএনপির কর্মী সমাবেশে বক্তারা: গ্রেফতারী পরোয়ানা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা যাবে না

bnpবিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা ৪নম¦র ওয়ার্ডের কর্মী সভা গতকাল ১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় চিরিংগাস্থ মেয়র হাউসে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি এম আবদুর রহিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম জাস্টিসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী। তিনি বলেছেন, শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করে ভোটার বিহীন ক্ষমতায় এসে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন, হামলা,মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করে চলছে। বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সেই হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে। তিনি বলেন, এ অবৈধ সরকার বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। তিনি বলেন, জনগণের নেত্রীকে কোনদিনও জেলে আটকিয়ে রাখা সম্ভব হবেনা।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন কাউন্সিলর, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক নওশাদ, সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল আমিন মুন্সি, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম শাহজাহান মনির, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আহমদ, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল করিম, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএইচ এম নুরুল আমিন, পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম, কফিল উদ্দিন, পৌর যুবদলের সি:যুগ্ম সম্পাদক মুহিবুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক রানা হামিদ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু বক্কর, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আনোয়ারুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও ১নং ওয়ার্ড সভাপতি মৌলভী রফিক আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন মুন্সি, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজেম উদ্দিন কাউন্সিলর, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমদ সওদাগর, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকতার ফারুক খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক মাহবুবুল কবির কহিনুর, পৌর ছাত্রদলের সহসভাপতি সোহেল মাহমুদ, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাস্টার ইউনুছ, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জয়নাল আবদীন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান বাদশা সহ পৌরসভা ও প্রত্যেক ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবদুর রহিম বলেন, তৃণমুল পর্যায়ে বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রত্যেক নেতাকর্মীকে পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির গণমুখি কার্যক্রম সর্ম্পকে অবহিত করতে হবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের যে ডাক দেবেন, তা বাস্তবায়নে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

###############

পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাতামুহুরী উপজেলার আওতাধীণ পশ্চিমবড়ভেওলা ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল গত ১৭ নভেম্বর’১৬ইং বিকাল ৩টায় মাতামুহুরী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল নোমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরফাতুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: শাহেদ হোছাইন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেফাজুতর রহমান চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, সাহারবিল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু মোয়াজ্জম চৌধুরী, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাহারবিল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আজম, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল হক, বদরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম আলী আকবর সাবেক এমইউপি, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ উল্লাহ, প্রবাসী সৌদিআরব আবহা আছির প্রদেশ বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম সিকদার, বিএনপি নেতা আলী মো: কাজল, পূর্ববড়ভেওলা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, সহসভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সি: যুগ্ন সম্পাদক মোকাদ্দেস, সহসাধারণ সম্পাদক ইমরুল হাসান হান্নান, সহসাধারণ সম্পাদক ফখরুদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: বেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সহসাংগঠনিক সম্পাদক খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মজিদ, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন মাতামুহুরী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজবাহ উর রহমান, বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিদুল হক চৌধুরী, হেফাজ উদ্দিন, এমরানুল মোস্তফা, রিদুয়ান হাফিজ, মোস্তফা কামাল, আবু নাঈম লিটন, শ্রমিকদল নেতা আবু ছালেক এমইউপি, বিএনপি নেতা ইদ্রিছ, যুবনেতা মো: দুলাল, মানিক, সাহারবিল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও উপজেলার সদস্য নেজাম উদ্দিন ভুট্টো, পূর্ববড়ভেওলা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও উপজেলা সদস্য শরীফ উল্লাহ খোকা, বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ সাগর, বদরখালী এমএস ফাজিল মাদরাসা সভাপতি তোফায়েল ইসলাম ফরহাদ, উপজেলা সদস্য ও পূর্ববড়ভেওলা ইউনিয়ন যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, ছাত্রনেতা রিদুয়ানুল হক হিরু, আতিক, ফারুক আজম, সাগর আজাদ, ফারুক, মোস্তাফিজুর রহমান, এস্তফাজ, নুরুল হক, রফিক, নাঈম উল্লাহ, তৌহিদ, আবু হানিফ মো: নোমান, সিফাত, সায়েদ,ফরহাদ, মুরাদ, সাইফুল, মামুন, সাইফুল ইসলাম, মো: মামুন, সোলাইমান,আনাছ,শান্ত, হিরু, তাওসির, লোকমান, বশর, আজিজুল্লাহ, হান্নান, মো: ইব্রাহিম, মিনহাজ, সালমান, সোলাইমান, ফরহাদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন ছাত্রদলের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি আবু হানিফ মো: নোমান, সাধারণ সম্পাদক নাঈম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: এহতেছাম। ঘোষিত উক্ত কমিটিকে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটি বরাবরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।##

#############

চকরিয়ায় মুক্তিযোদ্ধা আনোয়ার বাঙ্গালী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

বিশেষ প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় জহির বাপের পাড়া স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।

লক্ষ্যারচর ফেন্ডশীপ ক্লাবের আয়োজনে অনুষ্টিত টুর্ণামেন্টে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড দলকে ৩-২ গোলে পরাজিত করে ৫নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আজহার উদ্দিন। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। খেলার স্পন্সর ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আবছার সওদাগর, সাবেক সভাপতি কবির হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা যুবলীগ নেতা ক্রীড়া সংগঠক ওসমান আলী খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, ক্রীড়া সংগঠক মোহাম্মদ মোসাদ্দেক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক এমএ রাশেদ, সাংবাদিক ছোটন কান্তি নাথ, সাংবাদিক এম.জিয়াবুল হক, সাংবাদিক মনজুর আলম, সাংবাদিক বাপ্পী শাহরিয়ার, যুবনেতা আবদুর রহিম, শ্রমিক নেতা আইয়ুব ড্রাইভার। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজীত দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে ট্রপি এবং পুরুস্কার বিতরণ করেন। #

###############

চকরিয়ায় সনাতনী সেবক সংঘের প্রতিবাদ সভায় নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবী

বিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাথার উদ্যেগে চিরিংগাস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখা কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দিরে হামলা ভাংচুর, জায়গা দখল, শিশু ও নারী নির্যাতন, বাড়ি ঘরে অগ্নি সংযোগ মত বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা গতকাল ১৮নভেম্বর বিকাল ৩টায় উপজেলা পূর্জ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবু সুধীর চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাবু তপন কান্তি দাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবু মা: মিলন কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু বাবলা দেবনাথ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু টিটু বসাক, সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ বৈষ্ণবের পরিচালনায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের সহ-সভাপতি বাবু লিটন দাশ, সাংগঠনিক সম্পাদক সমীর কান্তি দে, অর্থ সম্পাদক নরোত্তম দাশ, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক বাবু আশিষ মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক সজল সুশিল, ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি বাবু মানিক দে, সাধারন সম্পাদক কমল দে, খুটাখালীর সাধারন সম্পাদক শিদল শর্মা। উপস্থিত ছিলেন বরইতলী বিবিরখিল শাখার সভাপতি সৌরভ দাশ,সাধারন সম্পাদক সিদুল দাশ, রিপন দাশ, ডুলাহাজারা বাগান পাড়া গীতা শিক্ষা নিকেতনের শিক্ষক সাগর দে,খোকন চন্দ্র দে,রুবেল বৈষ্ণব ভূবন নাথ, নির্মল দাশ, প্রবীন চৌধুরী সহ প্রমূখ। প্রধান অতিথি বলেন আমরা হিন্দুদের উপর আর কোন নির্যাতন দেখতে চাইনা, আমরা চাইব সাম্প্রতিক যে ঘটনা ঘঠেছে তার সু বিচার এই বাংলার মাটিতে হউক এই প্রত্যাশা করে চকরিয়ার সকল মন্দির, সমাজ এবং সামাজিক সংগঠনের সচেতনতার সহিত ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

###################

কৈয়ারবিল অন্ত:ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

বিশেষ প্রতিবেদক, চকরিয়া :::::

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বিগত বছরের ন্যায় এবছরও অধিক ঝাকজমকপূর্ণ পরিবেশে কৈয়ারবিল অন্ত:ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত ১৭নভেম্বর বিকাল ২টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির ১৩০জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। গতকাল প্রকাশিত ফলাফলে উত্তীর্ণরা হলেন; ২য় শ্রেণিতে ট্যালেন্টপুল- ইসরাত জাহান মরুয়া-২১১(কেন্দ্র ১ম), সাবিবাতুল জন্নাত রিসতা-২১৭ ও সাকিবুল ইসলাম তাওসান-২২১, সাধারণ গ্রেড সুমাইয়া তাবাচ্ছুম রিম-২০১, মো: সাইদ-২০৩ ও নুরে জন্নাত-২২২। ৩য় শ্রেণিতে ট্যালেন্টপুল- মুনতাসির জালাল ইফতি-৩২৮, মো: জিয়াউদ্দিন-৩৪৫, মিকাত জন্নাত তুলি-৩৩১, সাজ্জাদুল ইসলাম-৩৪২, শাবাব আদিবা ইতু-৩০৪, বিলাওয়াল হক চৌধুরী-৩৪৪, সাঈদী হাসান সায়েম-৩৫৩, সাধারণ গ্রেড তাকিয়াতুল কবি আর্শি-৩৩৪ ও সামিয়া ফারিহা মিলু-৩৪৬। ৪র্থ শ্রেণিতে ট্যালেন্টপুল মো: শাহ তাওফীর শায়ের-৪১৩, সুরাইয়া ছিদ্দিকা-৪১৪, রিফা মনি-৪০২, ক্বারিবুল হাসনাত-৪০১, ইশতিয়াক আহমেদ আবির-৪১০, সাধারণ গ্রেড তানহিয়াত নুর সুমাত-৪০৪ ও মুছাম্মৎ আতিয়া হক-৪১৫।

অন্ত:ইউনিয়ন মেধা বৃত্তি পরীক্ষায় প্রধান পৃষ্টপোষক ছিলেন কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিএস,বিএড। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এরশাদ, বৃত্তি সম্পাদক এডভোকেট মো: শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো: ওসমান গনি, সদস্য মাস্টার তৌহিদুল ইসলাম, মাস্টার মো: মিজানুর রহমান, মাস্টার এহছানুল হক। পরীক্ষা চলাকালে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।

####################

ফাইতংয়ে আওয়ামীলীগ নেতা পরিচয়ে পুলিশি বাধার মুখে জমি জবর দখল ও ভাংচুর, আহত ৪

বিশেষ প্রতিবেদক, চকরিয়া ::::

চকরিয়া উপজেলার সীমান্তবর্তী ফাইতংয়ে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে এলাকার নিরীহ পরিবারের জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। দখলে বাধা দিতে গিয়ে আহত হয়েছে একই পরিবারের ৪জন। ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ির চিকনঘোনা এলাকার ঘটেছে এঘটনা। এনিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে জানাগেছে, ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ির চিকনঘোনা গ্রামে ওই এলাকার মৃত আমির হোসেনের পুত্র কৃষক মো: লাল মিয়ার মালিকানাধীন ৪১৭নং আর হুল্ডিং-এ ২একর জমি রয়েছে। তার এসব জমির একাংশে কোন ধরণের কাগজপত্র ছাড়া মৌখিক অনুমতিতে ২০কড়া জমিতে থাকার সুযোগ থাকার জন্য আশ্রয় দেওয়া দেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র মো: মামুনকে। কিন্তু বুড়ির চিকনঘোনা এলাকার মৃত আবদুল মালেক পিয়নের পুত্র দেলোয়ার হোসেন নিজেকের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি দাবী করে কৃষক লাল মিয়ার জমিতে আশ্রয় দেওয়া মামুনকে হাতে নিয়ে ৫০শতক জমি জবর দখলে নেওয়ার পায়তারা চালায়। সর্বশেষ গত ১৭নভেম্বর দুপুর ১টার দিকে ভুমিদস্যু দেলোয়ার হোসেন, তার পুত্র ইকবাল উদ্দিন, নাছির উদ্দিন, ছাবের, মামুন,তার স্ত্রী আয়েশা বেগম, ভাড়াটিয়া মো: খালেকের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে কৃষক লাল মিয়ার জমি দখলে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় আহত হয়েছে জমি মালিক লাল মিয়ার বোন মাহমুদা বেগম (৫৫), ভাগিনা আবুল হাসেমের স্ত্রী শাহিনা বেগম (২৫), বাগিনা মীর কাসেমের স্ত্রী ইস্তফা বেগম (৩০) সহ ৫জন। হামলাকারীরা নগদ ১০হাজার টাকা, ২টি মোবাইল সেট লুট করে ও বসতবাড়ি ভাংচুরে আরো অন্তত ৫০হাজার টাকার ক্ষতি সাধন করে। ঘটনার সময় স্থানীয় মেম্বার সরওয়ার ও সমাজ সর্দার নজরুল ঘটনা প্রত্যক্ষ করেন। ফাইতং পুলিশ ফাড়ির আইসি (এসআই) হুমায়ুন কবির সহ পুলিশ সদস্যদের বাধা উপেক্ষা করে এ হামলা চালায় দখলবাজরা। কিন্তু জমি মালিক লাল মিয়ার পক্ষে কথা বলায় ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তৌহিদ, ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি মো: নুরুল আলম সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার, হামলা ও মামলার হুমকি প্রদান করে। এনিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার আইনের আশ্রয় নেবেন বলে জানান।

#################

চকরিয়ার কোচপাড়া যুব উন্নয়ন সংগঠনের নির্বাচন সম্পন্ন

বিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের কোচপাড়া যুব উন্নয়ন সংগঠনের নির্বাচন গতকাল ১৮নভেম্বর বিকাল ৩টায় মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসা হলরুমে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: এহছান হাবিব (প্রবাশ দুবাই এহছান), সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ এহছান, সহসভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আরমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক জিদানুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, ধর্ম বিষয়ক সম্পাদক আরফাতুল ইসলাম, প্রচার সম্পাদক জাবেদুল ইসলাম মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক মো: খোকা, সিনিয়র সদস্য ইসমাইল, মো: মুবিন, নাহিদুল ইসলাম রায়হান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: ছাদেক হোসেন, সাইফুল ইসলাম, শাহেদ, মো: শওকত ।

পাঠকের মতামত: