ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

চকরিয়া পৌরসভার ৯ ওয়ার্ডে ভোটাধিকার প্রয়োগ করবে ৪২৩০৬জন

election_1-300x160এম.জিয়াবুল হক,চকরিয়া:
চকরিয়া পৌরসভা নির্বাচনে এবার ৯টি ওয়ার্ডের আঠারটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবে ৪২হাজার ৩০৬জন ভোটার। তাদের মধ্যে রয়েছে ২২হাজার ২৬৫জন পুরুষ ও ২০হাজার ৪১জন নারী ভোটার। ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করেছেন। গতবারের নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ৩৮হাজার। এবার নতুন ভোটার বেড়েছে ৪হাজার দুইশত জন।

চকরিয়া পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সুত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪২হাজার ৩০৬জন ভোটার। তাদের মধ্যে ১নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর (আমানচর)সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২২৯০জন, বিমানবন্দরস্থ আল রায়েদ ইউনিভার্সেল একাডেমীতে ভোট দেবেন ২০২৫জন, ২নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ৯৮৬জন, হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ৩৬০৭জন, ৩নম্বর ওয়ার্ডের দক্ষিন লক্ষ্যারচর (সিকদারপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২৫৭৫জন, বাটাখালী ২য় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২১৫১জন, ৪নম্বর ওয়ার্ডের প্রদীপালয় (ভরামুহুরী সার্ভ স্কুলে) কেন্দ্রে ভোট দেবেন ২৪৪৯জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে ভোট দেবেন ১৬৭৭জন, ৫নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা পুরাতন জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদিয়া হাফেজখানা কেন্দ্রে ভোট দেবেন ২৬৩৫জন, করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২৩৯৯জন, ৬নম্বর ওয়ার্ডের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২৭৭৬জন, চকরিয়া পৌর আর্দশ শিক্ষা নিকেতন স্কুলে ভোট দেবেন ১৯৭৭জন, ৭নম্বর ওয়ার্ডের নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ১৬২৬জন, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ৩৬১৮জন, ৮নম্বর ওয়ার্ডের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২৮৬০জন, মজিদিয়া দারুচ্ছুনাহ পৌর দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন ২৩৭৭জন, ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ২০২৫জন, পুকপুকুরিয়া পৌর বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেবেন ২২৫৩জন ভোটার।

পাঠকের মতামত: