ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

চকরিয়া পৌরসভার মেয়র প্রার্থী হায়দার এর উপর গুলিবর্ষণ : জেলা বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ

Chakaria-Picture-B-N-P-Norul-Islam-haidar_1বার্তা পরিবেশক :

dddd১৪ মার্চ সন্ধ্যায় নির্বাচনী প্রচারনা চলাকালীন সময়ে চকরিয়া পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দার সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী কর্র্তৃক হামলার শিকার হন। এই সময় নুরুল ইসলাম হায়দার সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। নির্বাচনী প্রচার কালে এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না। নেতৃবৃন্দ, সরকারের নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করার জন্য এই ধরনের হামলা চালিয়েছেন বলে ধারণা করেন। হামলা, মামলা, ধমকি, ভয়ভীতি প্রদর্শন করে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলাকারীদের গ্রেফ্তার পূর্বক জোর শাস্তির দাবী জানান। ইতিমধ্যে আমরা এই ধরনের আশংকার কথা প্রশাসনকে জানানোর পরেও কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদান এবং সহিংসতা করে অবাধ নির্বাচনে বাধা সৃষ্টির পাঁয়তারা শুরু করেছে।

পাঠকের মতামত: