ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত  চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের গেজেট প্রকাশ 

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন এর নামে গেজেট প্রকাশিত হয়েছে৷ গত ২৯ মে বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনের আলোক বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২১ মে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন।
উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে  ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে দোয়াত কলম মার্কায় ৫৯৯৫৩ ভোট পেয়ে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
অপরদিকে তালা মার্কায় ৩৮৭৯২ ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা বেলাল উদ্দিন এবং হাস মার্কায় ৫৭১৮৪ ভোট পেয়ে চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা পারভীন। ##

পাঠকের মতামত: