ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

চকরিয়া উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টে দুই প্রমিলা ফুটবল দল, গ্যালারীতে উপড়ে পড়া দর্শক

promila dollএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টে বুধবার মাঠে নেমেছে দুই প্রমিলা ফুটবল দল। উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে মগবাজার পৌর কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্টিতব্য টুর্নামেন্টে প্রথমবারের মতো প্রমিলা ফুটবল দলের আগমনের খবরে গ্যালারীতে উপড়ে পড়ে দর্শক। খেলা শুরুর অনেক আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারদিক। তবে খেলায় অংশ নেয়া দুই দলই দর্শকদেরকে ভাল খেলা উপহার দিতে ব্যর্থ হয়েছে। স্থানীয় ক্রীড়ানুরাগীদের ভাষ্য, এদিন গ্যালারীতে কমপক্ষে ৫-৬হাজার দর্শক সমাগম ঘটে।

খেলা পরিচালনা কমিটির সভাপতি জসীম উদ্দিন কমিশনার জানান, চকরিয়া উপজেলায় ফুটবল খেলা দেখতে দর্শকের কমতি নেই। উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপের প্রতিটি খেলায় মাঠে প্রচুর দর্শক সমাগম হয়। তারপরও ক্রীড়ামুধী দর্শকের অনুরোধে আমরা বুধবার মাঠে প্রতিবারের মতো খেলতি নামিয়েছি দুই প্রমিলা ফুটবল দলকে। তিনি বলেন, মাঠের এক প্রান্তে ঢাকার এডিবি প্রমিলা ফুটবল দল ও অপর প্রান্তে ব্র্যাক প্রমিলা ফুটবল দল অংশ নেন। তবে ৯০ মিনিটের খেলায় কোন দল গোলতে করতে পারেনি। পরে রেফারি ও দুই দলের কোচের সিদ্বান্ত সাপেক্ষে খেলা সমাপ্তি ঘটে ট্রাইব্রেকারে। এতে ৩-২ গোলে ব্র্যক প্রমিলা ফুটবল দল জয়ী হয়। #

পাঠকের মতামত: