ঢাকা,বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চকরিয়ায় ৯৮৫পিস ইয়াবাসাহ নারী গ্রেফতার

yaba atokচকরিয়া অফিস:

চকরিয়ায় পুলিশের অভিযানে ৯৮৫পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের অভিযোগে ফুলমতি বেগম (৩৯) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস টার্মিনাল থেকে নারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নারী সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বৈঠাখালী গ্রামের মৃত মিলন মিয়ার স্ত্রী।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খাঁন বলেন, গ্রেফতারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে নানা কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করে আসছেন। মঙ্গলবার রাতে ইয়াবা পাচারের খবর পেয়ে বাস টার্মিনাল এলাকায় ডালের বস্তা থেকে ৯৮৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। #

পাঠকের মতামত: