ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ৫শতাধিক শিক্ষার্থীর মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

aaaaনিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়ায় উপজেলার ৪র্থ ও ৭ম শ্রেণির সাড়ে ৫শতাধিক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মেধা অন্বেষন প্রতিযোগিতা “উপজেলা পরিষদ মেধা বৃত্তি পরীক্ষা’১৬” সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৭ডিসেম্বর সকাল ১০টায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে ১৮০টি বিদ্যালয়ের ৪৪২ জন ছাত্র-ছাত্রী এবং মাধ্যমিক পর্যায়ে ৪০টি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১২১ জন ছাত্র-ছাত্রী মেধার যুদ্ধ এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদিকে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের প্রেরণায় মেধাবী শিক্ষার্থীদের মেধা অন্বেষন প্রতিযোগিতা “উপজেলা পরিষদ মেধা বৃত্তি” সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম।

পাঠকের মতামত: