ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ,

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের বিভিন্ন দোকান থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুত করার দায়ে দুই দোকানীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার বদরখালী বাজারে এই অভিযান পরিচালনা করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।
অভিযানে বদরখালী বাজারের জসিম উদ্দিন ও শহীদুল ইসলাম নামের দুজন ব্যবসায়ীর দোকান থেকে ২০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
চকরিয়া উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর দোকান থেকে আনুমানিক ২০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ২ ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত: