ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

চকরিয়ায় ১৮ ইউপির মধ্যে ১৬ ইউনিয়ন  পরিষদে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধক নিয়োগ 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬ ইউনিয়ন পরিষদের অনুপস্থিত চেয়ারম্যানদের বিপরীতে ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের ১৬ জন সরকারি কর্মকর্তাকে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশক্রমে গত মঙ্গলবার (২৭ আগস্ট)  চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে চকরিয়া উপজেলা প্রশাসনের উল্লেখিত কর্মকর্তাদের সংশ্লিষ্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিয়ন ভিত্তিক নিয়োগপ্রাপ্ত জন্ম ও মৃত্যু নিবন্ধকরা হলেন কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.আল আমিন বিশ্বাস, বিএমচর ইউনিয়নে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাকিম বিল্লাহ, ফাসিয়াখালী ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটি উপজেলা সিপিপির সহকারী পরিচালক একেএম মাহতাবুল বারী, ডুলাহাজারা ইউনিয়নে বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো মেহেরাজ উদ্দিন, পুর্ববড় ভেওলা ইউনিয়নে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এজেএম মোছাদ্দেকুল ইসলাম, কাকারা ইউনিয়নে উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, বদরখালী ইউনিয়নে উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মহিউদ্দিন, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, সাহারবিল ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, চিরিঙ্গা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, হারবাং ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা সঞ্চয় চক্রবর্ত্তী, সুরাজপুর মানিকপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম, বমুবিলছড়ি ইউনিয়নে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুর মোর্শেদ, লক্ষ্যারচর ইউনিয়নে উপজেলা আইসিটি বিভাগের সুপারভাইজার জাহিদুল ইসলাম ও ঢেমুশিয়া ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ব্যানবেইস এর সহকারী প্রোগ্রামার মিল্টন দাশ।
নোটিশে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের মধ্যে  ১৬ ইউনিয়ন পরিষদে সরকারি নির্দেশক্রমে জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগ দেওয়া হলেও অপর দুইটি ইউনিয়ন যথাক্রমে খুটাখালী ও বরইতলী ইউনিয়নে কাউকে এই দায়িত্বে দেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে খুটাখালী ও বরইতলী ইউনিয়নে  বর্তমান চেয়ারম্যানরা সাচিবিক দায়িত্ব পালন করবেন এটা নিশ্চিত।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ সমর্থিত। অপর দুটি ইউনিয়ন খুটাখালী ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জামায়াত সমর্থিত।

পাঠকের মতামত: